আজ বাড়ি ফিরছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharjee) । সব প্রস্তুতি হয়ে গিয়েছে । ইতিমধ্যেই হাসপাতালে পৌঁছেছেন স্ত্রী মীরা ভট্টাচার্য (Mira Bhattacharjee) ।
এদিন বাড়ি থেকে বেরোনোর সময় মীরা ভট্টাচার্য জানালেন, বাড়িতে কড়া নজরদারিতে চিকিৎসা তলবে তাঁর । সেইমতো ব্যবস্থা নেওয়া হয়েছে । একইসঙ্গে এতদিন বুদ্ধদেববাবুর জন্য যাঁরা উৎকণ্ঠায় ছিলেন, তাঁর জন্য প্রার্থনা করেছেন, তাঁদের আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছেন মীরা ভট্টাচার্য ।
আরও পড়ুন, Buddhadeb Bhattacharjee : বাড়ি ফিরলেন বুদ্ধদেব ভট্টাচার্য, আগামী এক মাস থাকবেন হোম কেয়ারে
মীরা ভট্টাচার্য আরও বলেন, "আপনারা আন্তরিক ভাবে প্রার্থনা করুন। উনি সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। বাড়িতেও যেন সুস্থ হয়ে থাকতে পারেন।"
এদিকে, আজ সকাল থেকেই হাসপাতালের বাইরে প্রস্তুত করা হচ্ছে সিসিইউ অ্যাম্বুলেন্স । জানা গিয়েছে ওই অ্যাম্বুলেন্সেই ফিরবেন তিনি । উল্লেখ্য, মঙ্গলবারই বুদ্ধবাবুর পাম অ্যাভিনিউর বাড়িতে গিয়েছিলেন চিকিৎসকের একটি দল । প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিছানা কোথায় থাকবে, কোন জায়গায় রাখলে চিকিৎসার সুবিধা হবে, তা জানতেই তাঁর বাড়ি যান চিকিৎসকরা ।