অনেকটাই সুস্থ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তিনি এখন সংক্রমণমুক্ত তিনি। ফলে অ্য়ান্টিবায়োটিক বন্ধ করে দেওয়া হয়েছে। আলিপুরের বেসরকারি হাসপাতাল সূত্রে এবিষয়ে জানা গিয়েছে। পাশাপাশি, বুদ্ধদেববাবুকে ছাড়া নিয়ে সোমবার সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
জানা গিয়েছে, অ্য়ান্টি বায়োটিক ছাড়া বুদ্ধদেববাবু কেমন রয়েছেন তা জানতে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে। তারপরেই শারীরিক অবস্থা দেখে হাসপাতাল থেকে ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সোমবার মেডিক্যাল বোর্ডের সদস্যরা ফের বৈঠকে বসবেন। সেখানে শারীরিক অবস্থার পাশাপাশি ছুটি দেওয়ার বিষয়টি নিয়েও আলোচনা হবে বলে খবর।
Read More- আপাতত স্থিতিশীল বুদ্ধদেব ভট্টাচার্য, শনিবার ফের আলোচনা মেডিক্যাল বোর্ডের
গত শনিবার প্রবল শ্বাসকষ্ট নিয়ে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্যকে। তারপর তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। শরীরে ক্রিয়েটিনিনের মাত্রা বেশি থাকায় চিন্তিত ছিলেন চিকিৎসকরা। যদিও ধীরে ধীরে সব মাত্রা সঠিক হয়েছে বলে জানা গিয়েছে। বর্তমানে স্থিতিশীল রয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য।