প্রাথমিক সংকট কেটে গিয়েছে। এখন বেশ কিছুটা স্থিতিশীল রয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বৃহস্পতিবার সকালেই জারি করা মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে এই কথা। আগামী পদক্ষেপ কী হবে তা নিয়ে আগামী শনিবার মেডিক্যাল বোর্ডের বৈঠকে আলোচনা করা হবে বলে স্থির হয়েছে।
উল্লেখ্য, প্রাক্তন মুখ্যমন্ত্রীর চিকিৎসার দায়িত্বে থাকা এক ডাক্তার জানান, বুধবার রাতে হঠাৎ অস্বস্তি অনুভব করেন। এরপরই ইসিজি করানো হয়। রিপোর্টে সব স্পষ্ট নয়। বুকে কি জল জমেছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর! তা জানতেই বৃহস্পতিবার আলট্রা সাউন্ড করার কথা ঠিক হয়।
কয়েকদিন আগে তিনি আম খাওয়ার আবদার করেছিলেন। সেকারণেই‘সোয়ালো অ্যাসেসমেন্ট’ চলেছিল তাঁর ।