কুণ্ডু পরিবারে জোড়া আনন্দ । একজন পঞ্চম । আরেকজন সপ্তম । উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় জ্বলজ্বল করছে খুড়তুতো দুই ভাই-বোনের নাম । শুধু তাই নয়, দু'জনের স্বপ্নও কিন্তু এক । ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়তে চান কৌস্তভ কুণ্ডু ও কৌশিকী কুণ্ডু । দুই ভাই-বোনকে নিয়ে উচ্ছ্বসিত আরামবাগের গৌরহাটি এলাকা ।
মেধাতালিকা অনুযায়ী,কৌস্তভ কুণ্ডু পঞ্চম স্থানে রয়েছেন । প্রাপ্ত নম্বর ৪৯২। অন্যদিকে, ৪৯০ পেয়ে সপ্তম হয়েছেন বোন কৌশিকী কুণ্ডু । কৌস্তভ জানিয়েছেন, তিনি দিনে ১০ ঘণ্টা করে পড়াশোনা করতেন । তবে, বোন কিন্তু একেবারেই সময় মেনে পড়াশোনায় বিশ্বাসী নয় । তাঁর কথায়,'যত ক্ষণ ভাল লাগত, পড়তাম । একটানা পড়াশোনা করতে পারতাম না।' এছাড়া, ছবি আঁকতে, গান শুনতে ভালবাসেন ।
উচ্চ মাধ্যমিকে মোট পরীক্ষার্থী ছিলেন ৮ লক্ষ ৫২ হাজার ৪৪৪ জন । পরীক্ষায় বসেছিলেন ৮ লক্ষ ২৪ হাজার ৮৯১ জন । পাশ করেছেন ৭ লাখ ৩৭ হাজার ৮০৭ জন পরীক্ষার্থী । উল্লেখ্য, এবছর যাঁরা উচ্চ-মাধ্যমিক পরীক্ষার্থী ছিলেন, তাঁরা কেউই করোনার কারণে ২০২১-এ মাধ্যমিক পরীক্ষায় বসেননি । তাই, উচ্চ-মাধ্যমিকই ছিল তাঁদের জীবনের বড় পরীক্ষা ।