রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারীর (Sisir Adhikari) গাড়িতে ইটবৃষ্টির অভিযোগ। হামলার ঘটনাটি ঘটেছে খেজুরিতে। অভিযোগ তাঁর গাড়ির কাঁচ ভাঙা হয়। অভিযোগ এই হামলায় আহত হয়েছেন বর্ষীয়ান সাংসদ। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শিশির অধিকারীর আরেক ছেলে তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ বলে অভিহিত করেন। তিনি জানান , তাঁর বাবার মাথায় আঘাত লেগেছে।
TMC MP Nusrat Jahan: ফ্ল্যাট কাণ্ডে ED-র তলব নুসরতকে, জবাবে কী বললেন তৃণমূল সাংসদ?
উল্লেখ্য , এই ঘটনার জন্য তৃণমূলকে কাঠগড়ায় তুলেছে বিজেপি। তবে তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে। তদন্ত শুরু করেছে খেজুরি থানার পুলিশ। তবে প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, রাজনৈতিক রঙ নেই বলেই মনে করা হচ্ছে। এদিকে , পঞ্চায়েত সমিতিতে স্থায়ী সমিতি গঠনকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকে উত্তপ্ত খেজুরি।