নির্বাচনী প্রচারে মালদা গিয়ে অসুস্থ হয়ে পড়লেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। চিকিৎসকদের পরামর্শ নিতে তড়িঘড়ি তিনি ছুটলেন মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। তবে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়।
মঙ্গলবার সকালে বন্দে ভারত এক্সপ্রেসে করে মালদা পৌঁছন ব্রাত্য বসু। জানা গিয়েছে, সেখানে যাওয়ার পরেই দাঁতে ব্যথা শুরু হয়। দ্রুত তিনি মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে গিয়ে চিকিৎসকদের পরামর্শ মতো কয়েকটি ওষুধ খান। তারপর কিছুটা সুস্থ বোধ করায় দক্ষিণ দিনাজপুরের উদ্দেশে রওনা দেন শিক্ষামন্ত্রী।