আচার্যের নিয়োগ করা নতুন উপাচার্যদের স্বীকৃতি দেবে না রাজ্য উচ্চশিক্ষা দফতর । শুক্রবার জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু । নবনিযুক্ত উপাচার্যদের শিক্ষামন্ত্রীর বার্তা, "বেআইনি পথে উপাচার্য পদ নিলে তাঁরা বুঝবেন ।" অর্থাৎ , উপাচার্য পদ যাঁরা গ্রহণ করবেন, তাঁদের স্বীকৃতি দেবে না শিক্ষা দফতর তা স্পষ্ট করে দিলেন ব্রাত্য বসু ।
উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাত চরমে । ১০টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের সিদ্ধান্ত শিক্ষা দফতরের সঙ্গে আলোচনা না করেই নেওয়া হয়েছে । এমনই অভিযোগ তুলে রাজ্যপালের বিরুদ্ধে সরব হয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু । রাজ্যপালের পাল্টা আক্রমণ আলোচনা করা মানেই ঐকমত্য হওয়া নয় ।
ব্রাত্য বসু রাজ্যপালের সিদ্ধান্তের বিরোধিতাকে বৃহস্পতিবারই একটি টুইট করেন । সেখান তাঁর অভিযোগ, রাজ্যের শিক্ষা দফতরকে 'অন্ধকারে' রেখে রাজ্যপাল তথা আচার্য বিশ্ববিদ্যালয়গুলিতে নিয়োগ করেছেন। এই নিয়োগকে 'বেআইনি' বলে উল্লেখ করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী । এমনকি নিয়োজিত অধ্যাপকদের পদত্যাগ করার অনুরোধও করেন তিনি।