মাধ্যমিকের টেস্ট পেপারে আজাদ কাশ্মীর প্রসঙ্গে যথেষ্ট ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু(Bratya Basu on Test Paper Controversy)। এই গাফিলতির বিরুদ্ধে পর্ষদকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী(School Education Minister)। এই ঘটনা কীভাবে ঘটল, তা নিয়ে বিস্তারিত রিপোর্ট তলব করেছেন ব্রাত্য বসু। অন্যদিকে, পর্ষদ সূত্রে খবর, তাঁরা দ্রুত নিজেদের ওয়েবসাইটে নোটিশ দিয়ে এই ভুল সংশোধন করে নিতেও তৈরি।
মঙ্গলবার পর্ষদের টেস্ট পেপারে মালদহের(Maldah Test Paper Controversy) এক স্কুলের প্রশ্নপত্র ঘিরে বিতর্কের সূত্রপাত। মালদহের ওই স্কুলের বিরুদ্ধে অভিযোগ, পরীক্ষার্থীদের ভারতীয় মানচিত্রে 'আজাদ কাশ্মীর'(Azaad Kashmir) চিহ্নিত করতে বলা হয়েছে। মঙ্গলবার ওই প্রশ্নপত্রের ছবি টুইট করে রাজ্যের শিক্ষা দফতরের সমালোচনা করেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ(BJP MP Dilip Ghosh)। সমালোচনায় সরব হন কেন্দ্রীয় স্কুল প্রতিমন্ত্রী সুভাষ সরকারও(BJP MP Subhash Sarkar)।
আরম পড়ুন- Shahrukh Khan-Pathaan: শাহরুখ খানের 'পাঠান' নিয়ে বিজেপি নেতাদের মন্তব্যে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী
মঙ্গলবার জানা যায়, পর্ষদ প্রকাশিত টেস্ট পেপারের ১৩২ নম্বর পাতায় রয়েছে এই প্রশ্ন। কেন্দ্রীয় স্কুল প্রতিমন্ত্রী সুভাষ সরকারের(BJP MP Subhash Sarkar) তদন্তের দাবিতে সোচ্চার হন। অভিযোগ সত্যি হয়, প্রকাশকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে বলে জানায় কংগ্রেসও।