ফের পূর্ব বর্ধমানে(East Burdwan) প্রচুর সংখ্যক বোমা(Bomb) উদ্ধারে চাঞ্চল্য। রবিবার দেওয়ানদীঘির পীরতলা মাঠে পরিত্যক্ত দুটি জারে প্রচুর পরিমাণ বোমা দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে এলাকায় আসে দেওয়ানদীঘি থানার পুলিশ। খবর দেওয়া হয় বোম্ব স্কোয়াডে(Bomb Squad)। বর্ধমান-বোলপুর জাতীয় সড়কের(Bolpur-Burdwan National Highway) পাশে একটি মাঠের মধ্যে দুটি জারে রাখা ছিল ওই বোমাগুলি।
এদিকে এই ঘটনার কথা জানাজানি হতেই আতঙ্ক ছড়ায় গ্রামে। স্থানীয়রা ভিড় করেন ওই এলাকায়। পরিস্থিতি বুঝে আগেই এলাকাটি ঘিরে দেয় দেওয়ানদীঘি থানার পুলিশ(Deoyandighi Police Station)।
আরও পড়ুন- Bengal Weather Update: জোড়া নিম্নচাপের জের, কাঠফাটা রোদে ভিজতে পারে শহর কলকাতা
প্রসঙ্গত, শুক্রবার গভীর রাতে বর্ধমানের(Burdwan) সরাইটিকুরির কৃষ্ণপুর পশ্চিমপাড়া এলাকার একটি বাড়ি থেকে একটি নাইলনের ব্যাগে চারটি ক্রুড বোমা(Crud Bomb) উদ্ধার করে বর্ধমান থানার পুলিশ(Burdwan Police Station)। আর এরপরই রবিবারের এই ঘটনা জেলা পুলিশ মহলেও আলোড়ন ফেলে দিয়েছে।