শনিবার ভরসন্ধ্যায় গুলি-বোমার দাপটে উত্তপ্ত হয়ে ওঠে নৈহাটির শিবদাসপুর এলাকা। জানা যায়, গ্রাম্য বিবাদের জেরে এক ব্যক্তিকে উদ্দেশ্য করে তিনটি গুলি চালানো হয়। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হলেও রবিবার সকালে জাকির হোসেন মণ্ডল নামক সেই ব্যক্তির মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় আচমকাই কিছু দুষ্কৃতী এসে পৌঁছয়। এলোপাথাড়ি গুলি-বোমা চালায় তাঁরা। আর এই ঘটনায় গুলিবিদ্ধ হন স্থানীয় ব্যক্তি জাকির হোসেন মণ্ডল নামে ব্যক্তিকে। তাঁকে জওহরলাল নেহরু হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বিশাল বাহিনী এসে পৌঁছয়।
পঞ্চায়েত ভোটের আগে এই ঘটনায় রাজনৈতিক রং আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।