পুরভোটকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল মুর্শিদাবাদের ধুলিয়ানে (Dhuliyan)। ধুলিয়ান পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের ৫১ নম্বর বুথে পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি ও বোমাবাজির (Bombing) অভিযোগ উঠেছে। জখম বেশ কয়েকজন পুলিশকর্মী। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস (Tear Gas) ছোড়ে পুলিশ। উদ্ধার করা হয়েছে তাজা বোমা। ঘটনায় ৭ জনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।
রবিবার পুলিশের ওপর ইটবৃষ্টি ও বোমাবাজির খবর পেয়ে ঘটনাস্থলে যান এসডিপিও আসিম খান। তাঁর ওপরেও হামলা করা হয় বলে অভিযোগ। তৃণমূলের অভিযোগ, নির্দল প্রার্থীরা এই হামলা ও বোমাবাজি করেছে। নির্দল প্রার্থীর সমর্থকরা যদিও তৃণমূলের দিকেই পালটা অভিযোগ তুলেছেন।
আরও পড়ুন: অবাধে ছাপ্পার অভিযোগ দক্ষিণ দমদমের লেকভিউ স্কুলে, দেখুন ভিডিয়ো
রবিবার সকাল থেকে ছাপ্পাভোট দেওয়া নিয়ে শাসকদলের কর্মী ও এজেন্টদের কাঠগড়ায় তুলেছেন বিরোধীরা। মুর্শিদাবাদেও বিক্ষিপ্ত অশান্তির খবর সামনে এসেছে। ধুলিয়ানের পাশাপাশি জঙ্গিপুর পুরসভার রঘনাথগঞ্জ হাইস্কুলে ৩টি বুথে ইভিএম ভাঙচুর করা হয়। তৃণমূলের অভিযোগ এর পিছনে বিজেপির মদত আছে। অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।