কলকাতার ২০০টি স্কুলে বোমাতঙ্ক! স্কুল উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ইমেল ২ জঙ্গির। তদন্তে নেমেছে লালবাজার। স্কুলগুলোতে পৌঁছেছে বম্ব স্কোয়াড।
রবিবার রাত পৌনে একটার সময়ে শহরের বিভিন্ন স্কুলের আইডিতে একটি উড়ো মেইল আসে। প্রেরক ‘doll’। স্কুলে টাইম বম্ব রাখা হয়েছে, পড়ুয়ারা যখন থাকবে, তখনই বিস্ফোরণ ঘটবে, এমন উল্লেখ করা হয় ওই মেলে।
হুমকি মেইলকে কেন্দ্র করে প্রবল আতঙ্ক ছড়িয়েছে। স্কুলগুলোতে সতর্ক করা হয়েছে পুলিশের তরফে। মেলটি ভুয়ো হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না কলকাতা পুলিশ ।
এর আগে চলতি বছরের জানুয়ারি মাসে গোটা জাদুঘর উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল স্বঘোষিত জঙ্গি সংগঠনের। কলকাতার পাশাপাশি শিলিগুড়ির কয়েকটি স্কুলও এই ইমেল পেয়েছে বলে সূত্রের খবর