মালদহের পর এবার মুর্শিদাবাদ। শক্তিপুরের কাটাইকোণায় বোমা বাঁধতে গিয়ে মৃত এক যুবক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম মোনাই শেখ। শনিবার গভীর রাতে মালদহের মানিকচকের বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ হয়েছিল। ঘটনাস্থলেই মারা গিয়েছিল ২ ব্যক্তি।
পুলিশ সূত্রে খবর, সোমবার শক্তিপুর থানা থেকে সামান্য কিছু দূরে বাড়ির পাশেই জঙ্গলে বোমা বাঁধছিল বেশ কয়েকজন যুবক। সেই বোমা বাঁধার সময়ই হঠাৎ বিস্ফোরণ হয়। এই ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে।
বিস্ফোরণের তীব্র শব্দে এলাকায় হইচই পড়ে যায়। সঙ্গে সঙ্গে থানায় জানানো হয়। শক্তিপুর থানার পুলিশ এসে ঘটনাস্থল ঘিরে ফেলে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পাশাপাশি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত হবে। কী কারণে এলাকায় বোমা বাঁধা হচ্ছিল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। কতদিন ধরে এলাকায় এই ধরনের কার্যকলাপ চলছে, তা জানতে এলাকাবাসীর সঙ্গেও কথা বলছে পুলিশ।