রাজ্যপালের সফরের দিনেই ফের বিস্ফোরণে মুর্শিদাবাদ। ঘটনায় দুই কংগ্রেস কর্মীর আঙুল উড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। তাঁদের জঙ্গিপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত দুই কংগ্রেস কর্মীর নাম আবদুল লতিফ এবং আফতারুল শেখ।
এলাকাবাসীর অভিযোগ, মুর্শিদাবাদের অর্জুনপুর গ্রাম পঞ্চায়েতের তোফাপুর গ্রামে বোমা বাঁধা চলছিল। সেসময়ই বিস্ফোরণ ঘটে। বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায়। বৃহস্পতিবার রাতেই তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
জানা গিয়েছে, আবদুল লতিফের দিদি তোফাপুরের কংগ্রেস প্রার্থী। বৃহস্পতিবার রাতে স্থানীয় একটি আমবাগানেই বোমা বাঁধা চলছিল। তখনই বিস্ফোরণ ঘটে। এদিকে বীরভূমে কমপক্ষে ২০০টি বোমা উদ্ধার করা হয়েছে। দুবরাজপুরের ওই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
এদিকে শুক্রবারই মুর্শিদাবাদ সফরে যাচ্ছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। বেলা ১২টা নাগাদ ডোমকল পৌঁছে বিভিন্ন অশান্ত এলাকা পরিদর্শন করবেন তিনি। আক্রান্ত ব্যক্তিদের পরিবারের সঙ্গে কথা বলবেন তিনি।