বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের পটাশপুর এলাকায়। ঘটনায় গুরুতর জখম হয়েছেন শেখ নজরুল ইসলাম নামে এক ব্যক্তি। আহত অবস্থাতেই তিনি গা ঢাকা দিয়েছেন বলে খবর।
জানা গিয়েছে, দুপুর নাগাদ বিস্ফোরণ ঘটে। খবর দেওয়া হয় স্থানীয় থানায়। এলাকাবাসীরা জানিয়েছেন, পুলিশ যাওয়ার আগেই এলাকা ছেড়ে পালিয়ে যায় বোমা কারবারীরা। সূত্রের খবর, পটাশপুরের এক নির্দল প্রার্থীর হয়ে বোমা বাঁধার কাজ চলছিল। দোষীদের গ্রেফতারের দাবি তুলেছেন স্থানীয়রা।
এলাকাবাসীদের আরও বক্তব্য, যে বাড়িতে বোমা বাঁধা হচ্ছিল সেটা একটি নির্দল প্রার্থীর বাড়ি। বাড়িতে বোমা বাঁধার পাশাপাশি বোমা মজুত করেও রাখা ছিল। কিন্তু কীভাবে বোমা ফাটল সেবিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি তাঁরা।