বাগুইআটি (Baguiati News) থেকে নিখোঁজ হওয়া দুই কিশোরের (Two Teen's Deadbody) দেহ উদ্ধার । উত্তর ২৪ পরগণার বসিরহাট (Two Teen's Deadbody from Basirhat) থেকে তাঁদের দেহ উদ্ধার করা হয়েছে । মৃত কিশোরদের পরিবারের অভিযোগ, অপহরণ করে খুন করা হয়েছে তাদের । ঘটনায় মোট চার জনকে আটক করা হয়েছে । তবে, মূল অভিযুক্ত এখনও অধরা ।
জানা গিয়েছে, ২২ অগাস্ট বাগুইআটির জগতপুর খাল ধারের বাসিন্দা দুই ছাত্র বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। পরিবার সূত্রে খবর, ওইদিন তারা দু'জনেই ঘুরতে বেরোয় । কিন্তু, আর বাড়ি ফেরেনি । এরপরেই তাদের পরিবারের কাছে এক কোটি টাকার মুক্তিপন চেয়ে মেসেজ আসে। পরিবারের তরফে বাগুইআটি থানায় অভিযোগ জানানো হয় ।
ঘটনায় সোমবার অভিজিৎ নামে এক জনকে গ্রেফতার করে পুলিশ । তাঁকে জিজ্ঞাসাবাদ করে আরও তিন জনের হদিস পাওয়া যায়। পুলিশের বক্তব্য, গত ২২ অগস্ট ওই দুই কিশোরকে সত্যেন্দ্র নামে এক ব্যক্তি মোটরবাইক কেনার নাম করে তাদের গাড়িতে চাপিয়ে নিয়ে যায় । এর পর তাঁরা রাজারহাটে একটি বাইকের দোকানে যান । সেখান থেকে বাসন্তী এক্সপ্রেসওয়েতে চলে যান তাঁরা । পুলিশের দাবি অভিজিৎ জানিয়েছেন, গাড়ির মধ্যে দুই কিশোরকে ফাঁস দিয়ে খুন করা হয় ।
এদিকে, বসিরহাট জেলা পুলিশ সুপার জোবি থমাস বলেন, "গত ২৩ অগাস্ট এবং ২৫ অগাস্ট ন্যাজাট এবং মিনাখাঁ থানা এলাকা থেকে দুই কিশোরের দেহ উদ্ধার করা হয় । তাদের শনাক্ত করা যায়নি। আমরা বিভিন্ন থানায় বার্তা পাঠিয়েছিলাম। বাগুইআটি থানা জানায়, তাদের এলাকায় দুই ছাত্র নিখোঁজ। মঙ্গলবার তারাই দু’টি দেহ শনাক্ত করেছে। জানিয়েছে, দেহ দু’টি নিখোঁজ হওয়া ছাত্রের। "
নিখোঁজ হওয়া দুই ছাত্রের পরিবারের অভিযোগ, পুলিশ তাঁদের সেভাবে সাহায্য করেনি । সময় মতো কাজ করলে তাঁরা হয়তো তাঁদের ছেলেকে সুস্থ অবস্থায় ফিরে পেত ।