Baguiati Students Murder : অপহরণ করে 'খুন', বাগুইআটি থেকে নিখোঁজ দুই ছাত্রের দেহ উদ্ধার বসিরহাটে

Updated : Sep 13, 2022 16:41
|
Editorji News Desk

বাগুইআটি (Baguiati News) থেকে নিখোঁজ হওয়া দুই কিশোরের (Two Teen's Deadbody) দেহ উদ্ধার । উত্তর ২৪ পরগণার বসিরহাট (Two Teen's Deadbody from Basirhat) থেকে তাঁদের দেহ উদ্ধার করা হয়েছে । মৃত কিশোরদের পরিবারের অভিযোগ, অপহরণ করে খুন করা হয়েছে তাদের ।  ঘটনায় মোট চার জনকে আটক করা হয়েছে । তবে, মূল অভিযুক্ত এখনও অধরা । 

জানা গিয়েছে, ২২ অগাস্ট বাগুইআটির জগতপুর খাল ধারের বাসিন্দা দুই ছাত্র বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। পরিবার সূত্রে খবর, ওইদিন তারা দু'জনেই ঘুরতে বেরোয় । কিন্তু, আর বাড়ি ফেরেনি । এরপরেই তাদের পরিবারের কাছে এক কোটি টাকার মুক্তিপন চেয়ে মেসেজ আসে। পরিবারের তরফে বাগুইআটি থানায় অভিযোগ জানানো হয় । 

আরও পড়ুন, Puducherry Crime : মেয়ের থেকে বেশি নম্বর সহপাঠীর, ঠান্ডা পানীয়ে বিষ মিশিয়ে খুনের অভিযোগ মহিলার বিরুদ্ধে
 

ঘটনায় সোমবার অভিজিৎ নামে এক জনকে গ্রেফতার করে পুলিশ । তাঁকে জিজ্ঞাসাবাদ করে আরও তিন জনের হদিস পাওয়া যায়। পুলিশের বক্তব্য, গত ২২ অগস্ট ওই দুই কিশোরকে সত্যেন্দ্র নামে এক ব্যক্তি মোটরবাইক কেনার নাম করে তাদের গাড়িতে চাপিয়ে নিয়ে যায় । এর পর তাঁরা রাজারহাটে একটি বাইকের দোকানে যান । সেখান থেকে বাসন্তী এক্সপ্রেসওয়েতে চলে যান তাঁরা । পুলিশের দাবি অভিজিৎ জানিয়েছেন, গাড়ির মধ্যে দুই কিশোরকে ফাঁস দিয়ে খুন করা হয় ।

এদিকে, বসিরহাট জেলা পুলিশ সুপার জোবি থমাস বলেন, "গত ২৩ অগাস্ট এবং ২৫ অগাস্ট ন্যাজাট এবং মিনাখাঁ থানা এলাকা থেকে দুই কিশোরের দেহ উদ্ধার করা হয় । তাদের শনাক্ত করা যায়নি। আমরা বিভিন্ন থানায় বার্তা পাঠিয়েছিলাম। বাগুইআটি থানা জানায়, তাদের এলাকায় দুই ছাত্র নিখোঁজ। মঙ্গলবার তারাই দু’টি দেহ শনাক্ত করেছে। জানিয়েছে, দেহ দু’টি নিখোঁজ হওয়া ছাত্রের। "

নিখোঁজ হওয়া দুই ছাত্রের পরিবারের অভিযোগ, পুলিশ তাঁদের সেভাবে সাহায্য করেনি । সময় মতো কাজ করলে তাঁরা হয়তো তাঁদের ছেলেকে সুস্থ অবস্থায় ফিরে পেত । 

dead bodyMurderbasirhat

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর