কয়লা ব্যবসায়ী তথা বিজেপি নেতা রাজু ঝা খুনে নয়া তথ্য। ঘটনার দিন ভোরে ‘ভাড়াটে' খুনিদের ঝাড়খণ্ড থেকে আনতে যায় নীল বোলেনো গাড়িটি। পুলিশ সূত্রে খবর, ঝাড়খণ্ড পুলিশের তরফে প্রাপ্ত বিভিন্ন সিসিটিভি ফুটেজ থেকে এই তথ্য পেয়েছেন তাঁরা। তবে সেই গাড়িতে থাকা দুষ্কৃতীদের পরিচয় সম্পর্কে এখনও কোনও তথ্য পায়নি রাজ্য পুলিশ। পাশাপাশি, কারা রাজুকে মারার সুপারি দিলেন, তাও জানতে চাইছেন সিটের সদস্যরা। উল্লেখ্য, রাজুর গাড়িচালক এবং আহত সঙ্গী ব্রতীন মুখোপাধ্যায়কে জেরা করে বর্ধমান জেলা পুলিশ। কিন্তু জেরা শেষে বেরিয়েই তাঁরা উধাও হয়ে যান বলেও খবর।
গত শনিবার শক্তিগড়ের আমড়া মোড়ে রাজু ঝাকে গুলি করে খুন করে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। ঘটনার দিন রাজুর ফরচুনারের পিছনে এসে দাঁড়ায় আততায়ীদের নীল বোলেনো গাড়িটি। এরপর দু'দিক থেকে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয় ওই বিজেপি নেতাকে। আহত হন গাড়িতে থাকা রাজুর সঙ্গী ব্রতীন মুখোপাধ্যায় এবং গরুপাচারকাণ্ডে অভিযুক্ত আব্দুল লতিফ। যদিও গুলিবিদ্ধ হওয়ার পরই এলাকা ছাড়েন লতিফ। তারপর থেকে আর কোনও হদিশ নেই তাঁর।
আরও পড়ুন- West Bengal Weather Update: প্রবল গরমে নাভিশ্বাস, আরও বাড়বে পারদ, কী বলছে হাওয়া অফিস?