শেষ হল শিয়ালদহ উত্তর এবং মেইন শাখার যাবতীয় কাজ। পূর্ব রেলের তরফে একটি বিবৃতি জারি করে এবিষয়ে জানানো হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় সমস্ত কাজ সম্পন্ন করা হয়েছে বলে দাবি রেলের।
রেলের ওই বিবৃতিতে জানানো হয়েছে, রবিবার দুপুর ২টো থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানানো হয়েছিল। কিন্তু তার প্রায় ২ ঘণ্টা আগেই অর্থাৎ দুপুর ১২টার মধ্যেই কাজ শেষ করা সম্ভব হয়েছে। রেলের দাবি, প্লাটফর্ম সম্প্রসারণ ও প্রযুক্তিগত উন্নীতকরণের জন্য আধিকারিক এবং কর্মী মিলিয়ে মোট ৪০০ জন কাজ করেছেন।
Read More- রবিবার সকালেও যাত্রী দুর্ভোগ অব্যাহত শিয়ালদহ স্টেশনে, কখন স্বাভাবিক হবে পরিস্থিতি?
১৪ কামরার লোকাল ট্রেন চালানোর জন্য শিয়ালদহ স্টেশনের ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ শুরু হয়। শুক্রবার থেকে শিয়ালদহ স্টেশনে কাজ শুরু হয়। যার জেরে একাধিক ট্রেন বাতিল করা হয়েছিল। এছাড়াও অনেক ট্রেনের গতিপথ নিয়ন্ত্রণ করা হয়েছিল। সমস্যায় পড়েন যাত্রীরা। যে কটি ট্রেন চলছিল সেগুলিতে বাদুড় ঝোলা অবস্থা তৈরি হয়।