হাসনাবাদে BJP কর্মীর বাড়িতে বিস্ফোরণের ঘটনার গ্রেফতার করা হল এক BJP নেতাকে। তাঁর নাম নিমাই দাস। নিমাই দাস সম্পর্কে দিলীপ দাসের দাদা। দিলীপ দাসের বাড়িতেই শনিবার বিস্ফোরণ হয়। তাঁর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে।
শনিবার বিজেপি নেতা দিলীপ দাসের বাড়িতে বিস্ফোরণ হয়। ঘটনায় আহত হন নিমাইবাবুর পুত্রবধূ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।
যদিও এই ঘটনার পর বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, পুরো ঘটনাটি তৃণমূলের চক্রান্ত। এই ঘটনার সঙ্গে BJP-র কেউ জড়িত নয় বলে জানিয়েছেন তাঁরা।
এই ঘটনার জেরে রাজনৈতিক চাপানউতর শুরু হয়। তৃণমূলের তরফে অভিযোগ করা হয়, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ওই বাড়িতে বোমা মজুত করা ছিল। নির্বাচনের সময় সেগুলি ব্যবহার করার পরিকল্পনা ছিল বলে অভিযোগ তাদের।