সোমবার দুপুরে বহরমপুর থানার (Blast in Baharampur) মালখানায় বিস্ফোরণ হয়েছে। ঘটনায় জখম হয়েছেন তিন পুলিশ কর্মী। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আহত পুলিশ কর্মীদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিস্ফোরণে জখম হয়েছেন এসআই কৃষ্ণেন্দু গোস্বামী সহ এক এএসআই ও এক কনস্টেবল। তাঁদের দেখতে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়েছেন জেলা পুলিশ সুপার কে সবরি রাজকুমার।
NFC Sticker:ফোনে লাগান এনএফসি স্টিকার, ইন্টারনেট ছাড়াই শেয়ার করুন ফাইল
থানা সূত্রে জানা গিয়েছে, বেলা একটা নাগাদ থানায় ছিলেন কয়েকজন পুলিশ কর্মী ও এক আধিকারিক। তখন বিস্ফোরণ ঘটে থানার দোতলায়। থানা সূত্রে জানা গেছে, দোতলায় থানার মূল মালখানা। বিস্ফোরণের পর একতলায় কর্তব্যরত পুলিশ কর্মীরা ওপরে গিয়ে দেখেন, তিন সহকর্মী রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, মালখানায় রাখা পুরনো ব্যাাটারি ফেটেই বিস্ফোরণ হয়েছে।