ভোট পরবর্তী সন্ত্রাসে উত্তপ্ত দক্ষিণ দিনাজপুর। চাকুলিয়ায় বিজেপি কর্মীদের বিক্ষোভ ভাঙচুর। তৃণমূল ছাপ্পা দিয়েছে এই অভিযোগে রবিবার সকাল থেকে যানবাহন আটকে বিক্ষোভ দেখান স্থানীয় বিজেপি কর্মীরা। গাড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়ারও অভিযোগ উঠেছে। ঘটনাস্থলে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
Panchayat Election 2023: নতুন করে অশান্তি মুর্শিদাবাদে, শামসেরগঞ্জ ও রানিনগরে বোমাবাজির অভিযোগ
অভিযোগ ভোটের দিন সকাল থেকেই গ্রামে বোমা মারা হয়, গুলিও চালিয়েছে দুষ্কৃতীরা। বেপাড়ার মুসলিমদের নিয়ে এসে হিন্দুদের উপর অত্যাচার করা হয়েছে বলেও অভিযোগ করেন সুকান্ত মজুমদার। রবিবার রামপুরে যান সুকান্ত। সেখানে পরিস্থিতি খতিয়ে দেখার পর তিনি অভিযোগ করেন, ‘‘এখানে ভয়ঙ্কর পরিস্থিতি। সাধারণ মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি। আমরা পুলিশকে জানিয়েছি। '