পঞ্চায়েতের প্রস্তুতি শুরু করে দিল রাজ্য বিজেপি। কেন্দ্রীয় কমিটির নির্দেশ মতো প্রতিটি বিধানসভায় একটি করে সভা করবে রাজ্য় বিজেপি। নতুন এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে মহা জনসম্পর্ক অভিযান। চলতি জুন মাস থেকেই ওই কর্মসূচি শুরু হবে।
কোন সভায় কোন নেতা থাকবেন তার জন্য ইতিমধ্যে একটি তালিকাও তৈরি করা হয়েছে। ওই তালিকা অনুযায়ী ৬৯টি সভা করবেন বি জে পি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, ২৩টি সভা করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং ১০টি সভা করবেন দিলীপ ঘোষ।
বিজেপি সূত্রে খবর, ন বছর পূর্ণ করেছে মোদী সরকার। এই সময়ের মধ্যে কোন কোন ক্ষেত্রে সফলতা পেয়েছে তা নিয়েই প্রচার করা হবে ওই সভা থেকে। কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশেই ওই সভার আয়োজন করবে রাজ্য বিজেপি।