তৃণমূলের সেকেণ্ড-ই-কম্যান্ডের বাড়ি ঘেরাওয়ের হুঁশিয়ারি বিজেপির (BJP) । অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ডাকে নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) বাড়ি ঘেরাও নিয়ে রাজনৈতিক চাপানউতোর চলছে । তারই পাল্টা কর্মসূচি হিসেবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ।
রবিবার বালুরঘাটে কর্মসূচিতে গিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার বলেন, বাড়ি ঘেরাও করার রাজনীতি মঙ্গলকর নয় । কিন্তু তৃণমূল কংগ্রেস যদি না বুঝতে চায়, তাহলে আমরাও বাড়ি ঘেরাও করে দেখাব । আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ঘেরাও করব । যদিও অভিষেকের দু'টো বাড়ির মধ্যে কোনটা ঘেরাও করা হবে, তা জানাননি তিনি । আনন্দবাজারকে সুকান্ত মজুমদার জানিয়েছেন, প্রাথমিক ভাবে তাঁরা ঠিক করেছেন আগামী ২১ ফেব্রুয়ারি মঙ্গলবার ঘেরাও করা হবে বাড়ি । দক্ষিণ কলকাতা জেলার তরফে এই কর্মসূচি হবে । পরে বিস্তারিত জানাবেন তাঁরা । তৃণমূল জানিয়েছে, বিজেপি যদি আইন নিজেদের হাতে নিয়ে এই কর্মসূচি নেয় তবে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে ।
আরও পড়ুন, DA protest : আজ কী দফতরে ফিরবেন সরকারি কর্মচারীরা, চ্যালেঞ্জ নবান্নের সামনে
সম্প্রতি, দিনহাটার সভা থেকে নিশীথের বাড়ি ঘেরাওয়ের ডাক দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । এরপর থেকেই উত্তেজনা ছড়িয়েছে দিনহাটায় । নিশীথের বাড়ির সামনে রাস্তা ব্যারিকেড করা হয়েছে । প্রচুর পুলিশও মোতায়েন করা হয়েছে ।