আবগারি দুর্নীতির মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি৷ তারপরেই বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। বালুরঘাটের সাংসদের মন্তব্য, 'যতই করো কান্নাকাটি, মাফলারের পর হাওয়াই চটি।’
মমতা এবং হাওয়াই চটির সম্পর্ক যে অচ্ছেদ্য তা তো বলার অপেক্ষাই রাখে না। অন্যদিকে কেজরিওয়ালও 'মাফলার ম্যান' হিসাবেই পরিচিত। ফলেই সুকান্ত মজুমদারের মন্তব্যে অস্পষ্টতার কোনও জায়গাই নেই।
বিজেপি নেতার মন্তব্যের পাল্টা কটাক্ষ ফিরিয়ে দিয়েছে তৃণমূলও। দলের মুখপাত্র কুণাল ঘোষের দাবি, বালুরঘাটে হার নিশ্চিত সুকান্তবাবুর৷ কুণাল বলেছেন, 'এ সব কথা শুনেই বোঝা যাচ্ছে বিজেপি কেন্দ্রীয় এজেন্সিগুলোকে চালাচ্ছে। সুকান্তবাবুকে বলব, এ সব না ভেবে আগে বালুরঘাট সামলান। প্রাক্তন সাংসদের লেটার হেড ছাপিয়ে রাখুন।'