গতকাল, সোমবার থেকেই শুরু হয়েছে প্রবল বৃষ্টি। আজ, মঙ্গলবারও ভোর থেকেই ভিজছে কলকাতা। প্রবল প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই আজ বিজেপির নবান্ন অভিযান। কর্মসূচি সফল করতে গেরুয়া শিবিরের প্রস্তুতি তুঙ্গে৷ তিনদিক দিয়ে নবান্নের দিকে মিছিল নিয়ে এগোনোর কথা বিজেপির৷ ইতিমধ্যেই হাওড়া, শিয়ালদহ স্টেশনে জড়ো হতে শুরু করেছেন বিজেপি কর্মী-সমর্থকরা৷ কিন্তু প্রবল বৃষ্টির মধ্যে কর্মসূচি প্রত্যাশিত সাফল্য পাবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে সংশয়।
Kolkata Dengue Situation: কলকাতায় বাড়ছে ডেঙ্গির প্রকোপ, শিশুদের জন্য দুই হাসপাতালে বেড সুরক্ষিত
নজরকাড়া জমায়েত করতে একাধিক ট্রেন ভাড়া করেছে বিজেপি৷ সেই সঙ্গে ভাড়া করা হয়েছে অসংখ্য বাস এবং অন্যান্য গাড়ি। বিজেপির পরিকল্পনা, তিনটি মিছিল দিয়ে নবান্ন ঘিরে ফেলা। একটি মিছিল শুরু হওয়ার কথা কলেজ স্কোয়ার থেকে৷ এই মিছিলের নেতৃত্বে থাকবেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা মেদিনীপুরের দিলীপ ঘোষ। সাঁতরাগাছি থেকে আরেকটি বড় মিছিল নবান্নের দিকে এগোবে৷ এই মিছিলের নেতৃত্বে থাকবেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। হাওড়া ময়দান থেকে শুরু হওয়া মিছিলেন নেতৃত্বে থাকবেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার।
বিজেপির মিছিল রুখতে ৪ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে৷ অশান্তির আশঙ্কায় থাকছে জলকামান ও টিয়ার গ্যাস। কলেজ স্ট্রিট, মহাত্মা গান্ধী রোড, স্ট্র্যান্ড রোড, হাওড়া ব্রিজ ও দ্বিতীয় হুগলি সেতুর উপর গাড়ি চলাচল মিছিলের কারণে ব্যাহত হতে পারে। এই কারণ ওই এলাকাগুলি এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে প্রশাসন।
পুলিশের পক্ষ থেকে বিজেপির মিছিল রুখতে পাঁচটি ব্যারিকেড পয়েন্ট তৈরি করা হচ্ছে। এরমধ্যে দু'টি ব্যারিকেড থাকবে হাওড়া ব্রিজে। এই এলাকার দায়িত্বে৷ থাকবেন আইপিএস দময়ন্তী সেন। মিছিল রুখতে ব্যারিকেড থাকবে দ্বিতীয় হুগলি ব্রিজের শুরুতে। এখানে দায়িত্বে থাকবেন অতিরিক্ত পুলিশ কমিশনার হরিকিশোর কুসুমাকর। এর পাশাপাশি টার্ম ভিউ রোড, ফার্লং গেট, হেস্টিংস মাজার পয়েন্টে একাধিক ডিসির নেতৃত্বে পুলিশের ব্যারিকেড থাকবে। পুলিশের পক্ষ থেকে প্রতিটি মিছিলের সম্পূর্ণ ভিডিয়ো রেকর্ডিং করা হবে।