পঞ্চায়েত নির্বাচনের দিন (Panchayet Election 2023) ৮ জুলাই ঘোষণা করা হয়েছে । নির্বাচন কমিশনের তরফে ভোটের দিনক্ষণ ঘোষণার পর থেকেই নানা প্রশ্ন তুলতে শুরু করেছেন বিরোধীরা । বিজেপির কেন্দ্রীয় নেতা অমিত মালব্যর প্রশ্ন, মনোনয়নের জন্য কেন মাত্র ৫ দিন সময় দেওয়া হল । বিরোধী দলগুলিকে মনোনয়ন থেকে বঞ্চিত করার জন্য এত কম সময় দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন তিনি । অন্যদিকে, শুভেন্দু অধিকারী টুইটে প্রশ্ন তুলেছেন, নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগে কেন সর্বদলীয় বৈঠক হল না ?
নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, ৯ জুন থেকে ১৫ জুন পর্যন্ত মনোনয়ন জমা দেওয়ার দিন ধার্য করা হয়েছে । তার মধ্যেই পড়েছে রবিবার । এদিন সরকারি কাজ হবে না । তাই, অমিত মালব্যর প্রশ্ন মাত্র ৫ দিনে ৭৪০০০ মনোনয়ন কীভাবে সম্ভব ? টুইটে মালব্য লেখেন, 'সন্ধ্যা সাড়ে ৫টায়, পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, ৮ জুলাই পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করেছে । ৯ জুন মনোনয়ন শুরু হবে এবং শেষ তারিখ ১৫ জুন (রবিবার বাদ দেওয়া হয়েছে)। প্রায় ৭৪০০০ মনোনয়নের জন্য মাত্র ৫ দিন । ছাপ্পা তো শুরুই হয়ে গিয়েছে । বিরোধী দলগুলিকে মনোনয়ন থেকে বঞ্চিত করার জন্য এত কম সময় দেওয়া হয়েছে ।' এরপরেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে তিনি লেখেন,'মমতা বন্দ্যোপাধ্যায় কেন ভোটের ভান করছে, ফল ঘোষণা করে দিলেই তো পারতেন ।'
আরও পড়ুন, Panchayet Election 2023 : শান্তিপূর্ণ ভোট-সহ একাধিক দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে বিজেপি
শুভেন্দু অধিকারীর টুইটে অভিযোগ, ব্লক, জেলা বা রাজ্যস্তরে কোনও সর্বদলীয় বৈঠক না করে এই প্রথমবার কোনও ভোটের দিন ঘোষণা করা হল।ভোটের নিরাপত্তা ও মনোনয়নের মেয়াদ নিয়েও প্রশ্ন তুলেছেন শুভেন্দু।
পঞ্চায়েত ভোটের দামামা বেজে গিয়েছে। ৮ জুলাই এক দফাতেই নির্বাচন হবে। এমনই জানিয়েছে নির্বাচন কমিশন (Election Commission)। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা জানিয়েছেন, রাজ্যই সিদ্ধান্ত নেবে, কে এই নির্বাচন পরিচালনা করবে। তবে রাজ্য পুলিশের উপরই আস্থা রাখা উচিত । উল্লেখ্য ১৫ জুন মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ২০ জুন মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। ১১ জুলাই পঞ্চায়েত নির্বাচনের গণনা।