বিধানসভার বাইরে কলসী নিয়ে বিক্ষোভ প্রদর্শন বিজেপির । শুধু তাই নয়, ওই কলসির গঙ্গাজল দিয়ে ধুইয়ে দেওয়া হল আম্বেদকর মূর্তির পাদদেশ । শুক্রবার সকালে শুভেন্দু অধিকারী ও বিজেপি বিধায়কদের বিক্ষোভে উত্তেজনা ছড়াল বিধানসভা চত্বরে । উল্লেখ্য, গত তিন ধরে ওই আম্বেদকর মূর্তির পাদদেশেই ধর্নায় বসেছিল তৃণমূল । শুভেন্দুর কথায়, চোরেদের জন্য ওই স্থান অপবিত্র হয়েছে । তাই গঙ্গাজল ধুইয়ে স্থানটি পবিত্র করছেন তাঁরা ।
শুক্রবার সকালে বিধানসভার বাইরে দেখা গেল মাথায় গামছা-কলসি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন শুভেন্দু ও বাকি বিজেপি বিধায়করা । বন্দেমাতরম-এ গলা মেলাচ্ছেন সকলে । তারপর আম্বেদকরের পাদদেশ গঙ্গাজল দিয়ে ধুইয়ে দিতে দেখা যায় বিরোধী দলনেতাকে । গামছা দিয়ে মুছিয়েও দেন । রাজ্য সরকারের বিরুদ্ধে এইভাবেই বিক্ষোভ প্রদর্শন করল বিজেপি ।