রাজ্যসভা নির্বাচনে এবার বাংলা থেকে অনন্ত মহারাজকে প্রার্থী করল বিজেপি। তিনি কোচবিহার পিপলস অ্য়াসোসিয়েশনের সভাপতি ছিলেন। রাজনৈতিক মহলের ধারণা উত্তরবঙ্গের রাজবংশী ভোটে যথেষ্ট প্রভাব রয়েছে অনন্ত মহারাজের। লোকসভা ভোটে সেই সুবিধাটা নিতে চাইছে গেরুয়া শিবির।
জানা গিয়েছে, অনন্ত মহারাজকে প্রার্থী করার জন্য সুপারিশ করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং তাঁর নাম প্রস্তাব করেছিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। এমনকি, কোচবিহারের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রমাণিকও অনন্ত মহারাজকে প্রার্থী হিসেবে চেয়েছিলেন।
সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই অনন্ত মহারাজের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন BJP নেতারা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও বেশ কয়েকবার তাঁর দেখা হয়েছে বলে জানা গিয়েছে।
অন্যদিকে ইতিমধ্যে রাজ্যসভা নির্বাচনের জন্য ৬ প্রার্থীর নাম প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। তাদের প্রার্থী তালিকায় রয়েছে তিনটি নতুন নাম। রাজ্যসভায় এবার তৃণমূলের হয়ে টিকিট পেয়েছেন সামিরুল ইসলাম, প্রকাশ চিক বরাইক এবং সাকেত গোখেল। এছাড়াও ওই তালিকায় রয়েছেন ডেরেক ও ব্রায়েন, দোলা সেন এবং সুখেন্দু শেখর রায়কে। আগামী ২৪ জুলাই রাজ্যসভা নির্বাচন। ১৩ জুলাই মনোনয়নপর্ব শেষ হবে।
উল্লেখ্য এবার শান্তা ছেত্রী এবং অসমের নেত্রী সুস্মিতা দেবকে বাদ দেওয়া হয়েছে। গতবার টিকিট পেয়েছিলেন গোয়ার মুখ্যমন্ত্রী লুইজিয়ানো ফেলেইরো। কিন্তু তিনি তৃণমূল ছেড়ে বেরিয়ে গেছেন।