বিজেপি (BJP) দলটিকে পশ্চিমবঙ্গে (West Bengal) তাঁরা দাঁড় করিয়েছেন। সেই দল আপাতত সাময়িক গাড্ডায় পড়েছে। তাই জয়প্রকাশ মজুমদারের (Joyprakash Majumdar) মতো আয়ারাম-গয়ারামেরা বিজেপি ছেড়ে চলে যাচ্ছে। দলত্যাগী বিজেপি নেতাকে বিঁধে এমনই মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ।
বুধবার সকালের বিমানে দিল্লি গেলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি। তার আগে জয়প্রকাশ মজুমদার প্রসঙ্গে তিনি বলেন, "কিছু পেশাদার লোক থাকেন। তারা যখন যেমন তখন তেমন। এর আগে উনি কংগ্রেস করতেন। পরের দিন বিজেপির হয়ে মিডিয়ায় বসলেন। আগে বলা হতো আযারাম গয়ারাম । ফুটবল ক্লাব চেঞ্জ করার মতো । কিছু লোক আসবে যাবে। এতে কিছু যায় আসে না।"
আরও পড়ুন: Mamata Banerjee : দূরত্ব জল্পনায় জল, মমতার মঞ্চে পার্থ-সুব্রতর সঙ্গে পিকেও