বৃহস্পতিবার সকালে গঙ্গাসাগর থেকে ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee)। কিন্তু বেলা বাড়তেই তার পাল্টা দিলেন মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ(BJP MP Dilip Ghosh)। মুখ্যমন্ত্রীকে তোপ দেগে তিনি বলেন, কেন্দ্রের দেওয়া ২৫০০ কোটি টাকা এখনও পড়ে আছে রাজ্যে। সেই বিপুল অঙ্কের টাকা কেন খরচা হল না, তা রাজ্যের মুখ্যমন্ত্রীর(CM Mamata Banerjee) কাছে জানতে চান এই বিজেপি সাংসদ। তাঁর আরও দাবি, যখন রাজ্য ওই টাকার স্পষ্ট হিসেব দেবে, তবে মিলবে বকেয়া বরাদ্দ।
বৃহস্পতিবার সকালে গঙ্গাসাগর(Gangasagar Mela 2023) থেকে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ান মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, "১০০ দিনের কাজের টাকা পাচ্ছি না। গরীব মানুষগুলো কাজ করছে। দীর্ঘদিন ধরে বকেয়া বাকি আছে। এটা ভাববেন না কেন্দ্র কোনও দয়া করছে। এখান থেকে কেন্দ্রীয় সরকার জিএসটি তুলে নিয়ে যায়। জিএসটি মানে সব সেন্ট্রাল ট্যাক্স(Central Tax)। এখন একটাই ট্যাক্স। রাজ্য কোনও ট্যাক্স বসায় না।"
আরও পড়ুন- Mid Day Meal: পঞ্চায়েতের আগে কল্পতরু, মিড-ডে মিলে মাংস দেবে রাজ্য সরকার, খাওয়া শেষে মিলবে ফল
মুখ্যমন্ত্রী(CM Mamata Banerjee) বলেন, "বাংলা এক নম্বর হওয়া সত্ত্বেও, কেন বাংলাকে টাকা দেওয়া হচ্ছে না। ক'বার করে বলব। রাজনৈতিক কারণে এ টিম, বি টিম, সি টিম, ডি টিম। এ টু জেড টিম। আর কত টিম পাঠাবে। "