ফের বিতর্ক বিধানসভার অন্দরে। প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিয়ে এবার তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রের ‘বিতর্কিত’ মন্তব্যের প্রতিবাদ বিজেপি বিধায়কদের(BJP MLAs walkout)। এর প্রতিবাদে রাজ্য বিধানসভায় বিজেপির পেশ করা মুলতুবি প্রস্তাব খারিজ হতেই ওয়াকআউট করেন গেরুয়া শিবিরের বিধায়করা।
সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi) ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে(Amit Shah) ‘দুর্যোধন-দুঃশাসন’ বলে মন্তব্য করে বসেন মালদার মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র(TMC MLA Sabitri Mitra)। তাঁর ওই 'বিতর্কিত' মন্তব্যকে হাতিয়ার করেই মঙ্গলবার বিধানসভায় মুলতুবি প্রস্তাব আনেন বিজেপি বিধায়করা। সেই প্রস্তাব স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়(Biman Banerjee) খারিজ করতেই ওয়েলে নেমে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। এরপর তাঁরা বিধানসভার অধিবেশন থেকে ওয়াকআউট করেন।
আরও পড়ুন- Gold Price Today: মঙ্গলে কত দাম পড়ল সোনার, কততে বিকোচ্ছে হলুদ ধাতু, জেনে নিন
মুলতুবি প্রস্তাব খারিজ করে স্পিকার জানান, এটি রাজ্যের বিষয় নয়। এখানেই আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পালের(Agnimitra Paul) প্রশ্ন, “দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে অপমান কী ভাবে রাজ্যের বিষয় নয়?’’ এরপরেই তাঁরা বিধানসভার অধিবেশন থেকে ওয়াকআউট করেন।