মঙ্গলবার বিধানসভা থেকে ওয়াক আউট করলেন বিজেপি বিধায়করা। তাঁদের অভিযোগ, দুর্নীতি নিয়ে মুলতুবি প্রস্তাব পাঠ করার অনুমতি দেওয়া হয়নি। সেকারণেই ওয়াক আউটের সিদ্ধান্ত নিয়েছেন।
দুর্নীতি নিয়ে আলোচনা চেয়ে মুলতুবি প্রস্তাব আনে BJP। সেই প্রস্তাবের সম্পাদিত অংশটি পাঠ করার অনুমতি দেন স্পিকার। কিন্তু বিজেপি বিধায়ক মনোজ ওঁরাও পুরো প্রস্তাবটি পাঠ করতে শুরু করেন। অভিযোগ, এর পরেই স্পিকার ওই প্রস্তাব পাঠ করতে দেননি। আর তাতেই বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা।
এদিকে বুধবার রাজ্যে সভা করতে আসছেন অমিত শাহ। ওই দিন তৃণমূল বিধায়করা কালো পোশাক পরে বিধানসভায় আসবেন। কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধেও ধর্না কর্মসূচিতে অংশ নিতে পারেন তাঁরা।