বৃহস্পতিবারের পর শুক্রবারও রাজ্য সরকারের সঙ্গে সংঘাতে জড়াল বিজেপি। এদিন রাজ্য সঙ্গীতের অবমাননার অভিযোগ তুলে শুভেন্দু অধিকারী সহ ৬ বিজেপি বিধায়কের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস দিল তৃণমূল কংগ্রেস। যদিও ওই অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ বিরোধী দলনেতা।
অন্যদিকে শুক্রবার বিধানসভায় চা শ্রমিকদের নিয়ে আলোচনা চেয়েছিল BJP। কিন্তু প্রশ্নোত্তর পর্বে তা গৃহীত না হওয়ায় বিধানসভা থেকে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা।
এর পাশাপাশি বিধানসভায় সাংবাদিক বৈঠক করা নিয়ে নয়া নির্দেশিকা জারি করা হয়েছে। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন স্পিকারের অনুমতি নিয়ে প্রেস কর্নার ব্যবহার করা যাবে। এমনকি, অনুমতি থাকলেও ৪৫ মিনিটের বেশি সাংবাদিক বৈঠক করা যাবে না।