তারকা সাংসদ দেব, প্রযোজক শ্রীকান্ত মোহতা, সায়নী ঘোষ, বনি সেনগুপ্ত। তৃণমূল ঘনিষ্ঠ টলিউড নেতা-নেত্রীদের নিশানা করলেন বিজেপি সাংসদ হিরণ চট্টোপাধ্যায়। তাঁর অভিযোগ, দেব নাকি এনামুল হকের থেকে ৫ কোটি টাকা নিয়েছেন।
যদিও হিরণকে পাল্টা আক্রমণ করেছেন তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ। তিনি বলেন, "রাজনীতি বা অভিনয়, কোনও জায়গায় হিরণের গ্রহণযোগ্যতা নেই। তাই খবরে থাকতে এসব বলছে। আর দেবকে নিয়ে যা বলছে, সেটা দুর্ভাগ্যজনক।"
হিরণকে পাল্টা আক্রমণ করেছেন তৃণমূল সাংসদ শান্তনু সেনও। তিনি বলেন, "হিরণ মনকষ্টে রয়েছেন। হিরণ বারবার তৃণমূলে আসতে চেয়েছেন। আমাদের দল তা মানেননি। ও নিজেই জানে না, কতদিন বিজেপিতে থাকবে।"
আরও পড়ুন -'পূজারী চোর হতে পারে, 'দেবতা কেন চোর হবেন', দলের দুর্নীতি নিয়ে মন্তব্য শোভনদেবের
এদিন হিরণ চট্টোপাধ্যায় অভিযোগ করেন, "আমি আগেও বলেছি, আবার বলছি। দীপক অধিকারী দুর্নীতিতে যুক্ত। এনামুলের থেকে পাঁচ কোটি টাকা নিয়েছেন। আরও অনেকে জড়িত। বনির মতো বাচ্চা ছেলেও দুর্নীতিতে জড়িয়ে পড়েছে। শ্রীকান্ত মোহতা কোটি কোটি টাকা লুট করেছেন। ৯৯ শতাংশ প্রযোজক কোনও কোনও ভাবে চোরেদের সরকারের সঙ্গে যুক্ত।"