নির্বাচনের দিন তাঁকে গৃহবন্দী করা হয়েছে বলে অভিযোগ বিজেপি বিধায়ক অগ্নিত্রা পালের। তাঁর দাবি, তিনি ছাপ্পা ধরে ফেলবেন এবং সন্ত্রাস রুখবেন, তাই গৃহবন্দি করা হয়েছে তাঁকে।
আসানসোল দক্ষিণের (Asansol South) বিজেপি বিধায়ক (BJP MLA) অগ্নিমিত্রা পাল। তাঁকে নিজের বাড়িতেই আটকে রাখার অভিযোগ। অগ্নিমিত্রা পালের বাড়ির সামনে আসানসোল কমিশনারেটের তরফে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়।
আরও পড়ুন: TMC-BJP clash: বিধাননগরে হাতাহাতি বিজেপি-তৃণমূলের মহিলা প্রার্থীর! গ্রেফতার সিপিএম কর্মী
অভিযোগ, অগ্নিমিত্রা বিভিন্ন জায়গায় ঘুরছেন। সেই কারণে পুলিশ তাঁকে নোটিস দিতে আসে। বলা হয়, তিনি নির্দিষ্ট ওয়ার্ডের বাইরে বেরোতে পারবেন না। যদিও তিনি তা গ্রহণ করেননি বলে দাবি করেছেন অগ্নিমিত্রা।