জোড়া খুনের ঘটনায় তুঙ্গে রাজনীতি। বুধবার বাগুইআটি থানায় বিক্ষোভ দেখান বিজেপির মহিলা মোর্চার সদস্যরা। সেই বিক্ষোভকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বাগুইআটি থানায় অবস্থানে বসেন তাঁরা। অবিলম্বে দোষীদের গ্রেফতার এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে তাঁদের এই অবস্থান বলেও জানান বিজেপি মহিলা মোর্চার সদস্যরা।
অন্যদিকে, ২ কিশোরের খুনের ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তাঁর অভিযোগ, রাজনীতিবিদদের রক্ষা করতেই ব্যস্ত পুলিশ। তাঁর কথায়,"পুলিশ তো নিষ্ক্রিয়। পুলিশ খালি বিরোধীদের আটকাতে, নেতাদের বাঁচাতে গিয়ে সক্রিয়। এই ধরনের খুন হচ্ছে, কিশোরদের তুলে নিয়ে গিয়ে মারা হচ্ছে। মহিলাদের ধর্ষণ করা হচ্ছে। সেটা চাপা দেওয়ার জন্য গুন্ডারা, নেতারা, পুলিশরা চলে আসছে। তার প্রতিবাদও করা যাবে না। আমাদের রাজ্য সভাপতি গিয়েছিলেন দেখা করতে, তাঁকেও গুন্ডা দিয়ে আটকানো হয়েছে। কোথায় প্রশাসন আছে।''
উল্লেখ্য, মঙ্গলবার বিজেপির রাজ্য সভাপতি নিহত অতনুর বাড়ি যাওয়ার চেষ্টা করেন। সেখানে পৌঁছতেই বিক্ষোভের মুখে পড়েন। সুকান্ত মজুমদারকে ঘিরে ওঠে 'গো ব্যাক' স্লোগান। শেষ অবধি নিহত অতনুর বাড়িতে ঢুকতে পারেননি বিজেপির রাজ্য সভাপতি। তৃণমূলের বিরুদ্ধে আটকানোর অভিযোগে সরব হন তিনি।