চোর-চোর স্লোগান, জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগে বিজেপির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল তৃণমূল । এবার পাল্টা বিজেপিও তৃণমূলের ৬০ বিধায়কের বিরুদ্ধে এফআইআর দায়ের করল । অভিযোগ, বিধানসভা চত্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ‘চোর’ বলা হয়েছে । বিজেপির তরফে এই সংক্রান্ত দু'টি অভিযোগ জমা পড়েছে হেয়ার স্ট্রিট থানায় ।
শুভেন্দু অধিকারী তাঁর এক্স হ্যান্ডেলে, অভিযোগ পত্র দু'টি পোস্ট করেন । জলপাইগুড়ির ডাবগ্রাম-ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায় এবং কোচবিহার জেলার তুফানগঞ্জের বিজেপি বিধায়ক মালতি রাভা রায় আলাদ আলাদা অভিযোগ দায়ের করেন । অভিযোগপত্র নাম রয়েছে ফিরহাদ হাকিম, সুজিত বোস, চন্দ্রিমা, অরূপ বিশ্বাস-সহ ৬০জন বিধায়কের ।
শুভেন্দু পোস্টে লেখেন, 'এক দিন এই অসম্মানজনক আচরণের জন্য সকলকে শাস্তি পেতে হবে । আর কিছুদিনের অপেক্ষামাত্র ।' উল্লেখ্য, বুধবার শহরে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । সেদিনই বিধানসভায় ধর্না কর্মসূচিতে যোগ দিয়ে বিজেপির বিরুদ্ধে একের পর এক আক্রমণ শানিয়েছিলেন তৃণমূল বিধায়কেরা । মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসেই প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে চোর বলে স্লোগান দেন ফিরহাদরা । এবার তার বিরুদ্ধে সরব হল বিজেপি ।