রবিবারই বিজেপি ছেড়ে শাসকদলে ভিড়েছেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। এবার তাঁর বিরুদ্ধে দলত্যাগ আইনে বিধায়ক পদ খারিজ নিয়ে আবেদন জানাবে বিজেপি(MLA Suman Kanjilal)। তবে তার আগে ওই বিধায়ককে নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করতে চিঠি দেবে গেরুয়া শিবির। চিঠিটি পাঠাবেন বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক মনোজ টিগগা(Manoj Tigga)। তবে চিঠির উত্তরে সুমন কিছু বলুন বা নাই বলুন, তাঁর বিরুদ্ধে বিধায়ক পদ খারিজের দাবি জানাবে বিজেপি পরিষদীয় দল।
বিজেপি সূত্রে খবর, যোগদানের প্রমাণ হিসেবে তৃণমূলের(TMC on Suman Kanjilal) ভেরিফায়েড টুইটার হ্যান্ডলে প্রকাশিত আলিপুরদুয়ারের বিজেপি বিধায়কের যোগদান সংক্রান্ত যাবতীয় পোস্টের স্ক্রিনশট দেওয়া হবে। রবিবার তৃণমূলে যোগ দিয়ে সুমন কী কী বলেন, তা-ও প্রমাণ আকারে দেওয়া হবে স্পিকারকে। তাঁর যোগদান সম্পর্কিত সমস্ত ছবি এবং ভিডিও স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে(Speaker Biman Banerjee) জমা দেবে বিজেপি।
আরও পড়ুন- Hanskhali Murder : নদিয়ার হাঁসখালিতে স্ত্রীর সামনে যুবক খুন, তদন্তে পুলিশ