রাজ্য সরকারের দুর্নীতির অভিযোগে অবস্থান শুরু বিজেপির। কেন্দ্রীয় বরাদ্দ লুঠ, চাকরি চুরিতে অভিযুক্তদের শাস্তি সহ একাধিক দাবিতে এই অবস্থান শুরু করেছে বিজেপি। উল্লেখ্য, বুধবার রেড রোডে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে ধর্না অবস্থানে বসেছেন মুখ্যমন্ত্রী।
সাম্প্রতিক অতীতে একাধিকবার কেন্দ্রীয় প্রকল্পের নাম পরিবর্তন থেকে কাটমানি, শিক্ষক নিয়োগ দুর্নীতি সহ একাধিক ইস্যুতে রাজ্যের বিরুদ্ধে সুর চড়িয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আবাস যোজনার দুর্নীতি নিয়ে তৃণমূল সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন সুকান্ত মজুমদার-দিলীপ ঘোষরা। এবার তৃণমূল সরকারের বিরুদ্ধে একাধিক ইস্যুতে শ্যামবাজার মোড়ে ধর্না-অবস্থানে বসলেন বিজেপি নেতৃত্ব।
আরও পড়ুন- India Covid Update: দেশে ফের বাড়ছে করোনা, ১৩৪ দিন পর ১০ হাজারের গণ্ডি ছাড়ালো আক্রান্তের সংখ্যা