রামনবমীর মিছিলে অস্ত্র হাতে হাঁটতে দেখা গেল বীরভূমের পদ্ম প্রার্থীকে। বুধবার রামপুরহাটে তরোয়াল হাতে হাঁটলেন বিজেপি প্রার্থী দেবাশিস ধর। শুধু বীরভূম নয়, হাওড়াতেও রামনবমীর মিছিলে একই অভিযোগ উঠেছে। এখানে অস্ত্র হাতে দেখা গিয়েছে হাওড়া জেলার বিজেপি সভাপতিকে। লোকসভা নির্বাচনের আবহে রাজ্যের এই দুই ঘটনায় হাইকো হাইকোর্টের নির্দেশ অমান্যের অভিযোগ উঠেছে।
IPL-KKR: নারিনের শতরানও কেন জেতাতে পারল না কলকাতাকে? জেনে নিন গুরুত্বপূর্ণ কারণগুলি
সম্প্রতি পুলিশের চাকরি ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন দেবাশিস ধর। শতাব্দী রায়ের বিরুদ্ধে বীরভূমে তাঁকে প্রার্থী করেছে বিজেপি। ২০২১ এর বিধানসভা ভোটে কোচবিহারের শীতলকুচির ঘটনায় তাঁকে কম্পালসরি ওয়েটিং-এ পাঠায় রাজ্য। সম্প্রতি উত্তরবঙ্গের সভাতেও নাম না করে দেবাশিসকে কটাক্ষ করেছিলেন তৃণমূল নেত্রী।
বুধবার সকালে হাওড়ায় রামনবমীর একটি অরাজনৈতিক শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রার সামনেই হাওড়া লোকসভার বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী সহ ছিলেন বিজেপির হাওড়া সদরের সভাপতি রমাপ্রসাদ ভট্টাচার্য। ওই মিছিলেই জেলা সভাপতিকে অস্ত্র হাতে দেখা গিয়েছে। বিজেপির হাওড়া সদরের সভাপতি রমাপ্রসাদ ভট্টাচার্য অবশ্য জানিয়েছেন, এটি অস্ত্র মিছিল নয়, অস্ত্র এ ক্ষেত্রে প্রতীকি।
দেশজুড়ে আদর্শ আচরণবিধি জারি রয়েছে, ফলে রামনবমীর মিছিল ঘিরেও রয়েছে বাড়তি নিরাপত্তা। হাই কোর্টের বারণ সত্তেও মিছিলে অস্ত্র প্রদর্শন নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
বুধবার সকাল থেকে রামনবমীর শোভাযাত্রায় দেখা মিলেছে তৃণমূলের একাধিক নেতা নেত্রীরও।