ফের আদি-নব্য সংঘাত রাজ্য বিজেপিতে। এখন দলবদলুরাই নিয়ন্ত্রণ করছে দল, এমনটাই অভিযোগ বিজেপি নেতা সায়ন্তন বসুর। এই মর্মে তিনি চিঠি দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডাকে। তাঁর আরও অভিযোগ, ইডি-সিবিআইয়ের ভয় দেখিয়ে বহু তৃণমূল নেতাকে ভাঙ্গানোর চেষ্টা করছেন বিজেপির এই দলবদলু নেতারা। যদিও এই চিঠির সত্যতা যাচাই করেনি এডিটরজি বাংলা।
চিঠিতে বিভিন্ন তৃণমূল ফেরত বিজেপি নেতাদের আক্রমণ করে সায়ন্তনের অভিযোগ, যেভাবে প্রতিনিয়ত রাজ্যের শাসকদলকে আক্রমণ করা হচ্ছে, তাতে মনে হচ্ছে তৃণমূলেরই দুই গোষ্ঠীর লড়াই চলছে। তাঁর আরও অভিযোগ, বাংলায় বিজেপি তার মূল নীতি থেকে পথভ্রষ্ট হয়েছে।
অন্যদিকে, খাতায়-কলমে রাজ্যের বিরোধী দল বিজেপি হলেও বামেদের উত্থান সম্পর্কেও চিঠিতে তাঁর আশঙ্কার কথা জানিয়েছেন সায়ন্তন। ফলে এই পরিস্থিতিতে পঞ্চায়েতে লড়াই হলে তা ত্রিমুখী হওয়ার সম্ভাবনা। যার প্রভাব পড়তে পারে বিজেপির ভোটবাক্সে, এমনটাই জানিয়েছেন সায়ন্তন। উল্লেখ্য, শুভেন্দু ছাড়া তৃণমূল ছেড়ে আসা বাকি নেতারা প্রায় সকলেই ফের তৃণমূলে ভিড়েছেন। ফলে তাঁর আক্রমণের মূল লক্ষ্য রাজ্যের বিরোধী দলনেতা, এমনটাই মত রাজনৈতিক মহলের একাংশের।