জল্পনা ছিলই, অবশেষে তা সত্যি হল। বিজেপি (BJP) ছেড়ে তৃণমূলে যোগ দিলেন জয়প্রকাশ মজুমদার (Joyprakash Majumdar)। নজরুল মঞ্চে তৃণমূলের সাংগঠনিক বৈঠকে দলবদল করলেন তিনি। ওই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
একদা কংগ্রেস নেতা জয়প্রকাশ গত কয়েক বছর রাজ্য বিজেপির গুরুত্বপূর্ণ মুখ। কিন্তু বিধানসভা নির্বাচনে বিজেপির বিপর্যয়ের পর থেকেই তিনি একাধিকবার দলীয় নেতৃত্বের সমালোচনা করেন। বেশ কিছুদিন ধরেই তাঁর শিবির বদলের জল্পনা ছিল। অবশেষে তা সত্যি হল।
আরও পড়ুন: TMC meeting: আজ নজ্রুল মঞ্চে তৃণমূলের সাংগঠনিক বৈঠক, রাজ্য নেতৃত্বে বড় রদবদলের সম্ভবনা
সোমবার জয়প্রকাশের সঙ্গে সাংসদ লকেট চট্টোপাধ্যায়, বিজেপি নেতা রীতেশ তিওয়ারি সহ গেরুয়া শিবিরের একাধিক গুরুত্বপূর্ণ সংগঠকের বৈঠক হয়। তারপরেই জয়প্রকাশের দলবদল রাজ্য রাজনীতিতে কি নতুন সমীকরণের জন্ম দিতে পারে, তা নিয়ে জল্পনা তুঙ্গে উঠল।