ফের এক BJP কর্মীর দেহ উদ্ধার পুরুলিয়ায়। নিহতের নাম বঙ্কিম হাঁসদা। বোরো থানা এলাকার কেন্দডি গ্রামের বাসিন্দা তিনি। BJP-র অভিযোগ, শাসক দলের আশ্রিত দুষ্কৃতীরা তাঁকে খুন করেছেন।
জানা গিয়েছে, বঙ্কিম হাঁসদা ১০২ নম্বর বুথের সাধারণ সম্পাদক ছিলেন। রবিবার সকালে নির্বাচনী প্রচারে বেরিয়েছিলেন। তারপর নিখোঁজ হয়ে যান বলে অভিযোগ। সোমবার সকালে কেন্দডি থেকে ঝরিয়াড়ি যাওয়ার রাস্তার তাঁর দেহ পড়ে থাকতে দেখা যায়।
বিজেপির অভিযোগ, দলীয় কর্মী খুনের ঘটনায় যোগ রয়েছে BJP-র। দলের বান্দোয়ানের ৩ মণ্ডলের সভাপতি কৃত্তিবাস মাহাত জানিয়েছেন, বঙ্কিম হাঁসদা দীর্ঘদিন ধরে বিজেপি করে আসছে। রাজনৈতিক প্রতিহিংসার জন্যই তাঁকে খুন করা হয়েছে। অতি দ্রুত অভিযুক্তদের গ্রেফতারের দাবি করেছেন তিনি।
গত ২৯ জুন পশ্চিম মেদিনীপুরের সবংয়ে বিজেপি নেতা দীপক সামন্তের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। অভিযোগ তাঁকে খুনের হুমকি দিচ্ছিল শাসক দল। এমনকি, বাড়িতেও সাদা থান পাঠানো হয়। ভোট প্রচারে বেরিয়ে তাঁকে শাসক দলের কর্মীরা হুমকি দেয়। শাসক দলের কর্মীরাই তাঁকে খুন করেছেন বলেও অভিযোগ।