রবিবার নানা ঘটনায় দিনভর উত্তপ্ত ছিল রাজ্য রাজনীতি। একদিকে রামনবমীর (Ramnavami) মিছিল ঘিরে উত্তপ্ত বাঁকুড়ার মাচানতলা। অন্যদিকে ভর সন্ধেবেলা বিজেপি নেতার গাড়ি লক্ষ্য করে গুলচালনার ঘটনায় চাঞ্চল্য পাণ্ডবেশ্বর (Pandabeshwar)
রবিবার সন্ধ্যেয় রামনবমীর মিছিল বের হয়েছিল মাচানতলায়। ওই মিছিলে উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার (Minister Subhash Sarkar)। মিছিল বের হতেই মিছিলের সঙ্গে পুলিসের ব্যাপক সংঘর্ষ শুরু হয়। জনতার ছোড়া ইটে আহত হন দুই পুলিসকর্মী। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠি চালায় পুলিস।
পুলিসের অভিযোগ, মিছিলে শৃঙ্খলা বজায় রাখাতে পুলিস কর্মীরা ওই এলাকায় উপস্থিত ছিলেন। কিন্তু মাচানতলা থেকে পুলিস মিছিল ঘুরিয়ে দিতে চাইলেই শুরু হয় অশান্তি। আচমকাই শুরু হয় ইটবৃষ্টি। জনতা পুলিস খণ্ডযুদ্ধে জড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিলে লাঠিচার্জ করা হয়। ব্যবহার করা হয় টিয়ার গ্যাস।
'সম্পত্তির লোভে' বাগুইআটিতে বৃদ্ধকে শ্বাসরোধ করে খুন, অভিযোগের তীর নাতির দিকে
এই ঘটনায় উপস্থিত জেপি সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার জানিয়েছেন, মিছিল স্বাভাবিক ভাবেই এগিয়ে যাচ্ছিল। রামনবমীর ওই মিছিলে আচমকাই শাসকদলের লোকজন ঢুকে পড়ে। তারাই গণ্ডগোল সৃষ্টি করেছে। ঘটনা প্রসঙ্গে বাঁকুড়া পুলিশ সুপার ধৃতিমান সরকার জানিয়েছেন, ইতিমধ্যেই এই ঘটনায় গ্রেফতার (arrest) করা হয়েছে ১৭ জনকে। গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।
ভর সন্ধেবেলা বিজেপি নেতার গাড়ি লক্ষ্য করে গুলি চালনোর ঘটনায় চাঞ্চল্য পাণ্ডবেশ্বর। রবিবার রাত সাড়ে সাতটা নাগাদ আসানসোল উপনির্বাচনের (Asansol By Election) প্রচার সেরে ফেরার পথে ওই নেতার গাড়িতে গুলি চালানোর ঘটনা ঘটল পাণ্ডবেশ্বর থানার কুমারডিহি এলাকায়। তবে অল্পের জন্য প্রাণেরক্ষা পেয়েছেন জিতেন চট্টোপাধ্য়ায় নামে ওই নেতা। তিনি বিজেপির (BJP)মিডিয়া সেলের জেলা কনভেনার বলে জানা গিয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
আগামী ১২ এপ্রিল আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচন। রবিবার বিকেল পাঁচটায় শেষ হয়েছে প্রচারপর্ব। ভোটের দু’দিন আগে এক বিজেপি নেতা গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য । রবিবার রাত্রি সাড়ে সাতটায় ঘটনাটি ঘটে কুমারডিহি এলাকায়। বিজেপির মিডিয়া সেলের জেলা কনভেনার জিতেন চট্টোপাধ্যায়ের গাড়ি উদ্দেশ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা বলে অভিযোগ। যদিও গুলি জিতেনবাবুর শরীরে লাগেনি। তিনি অক্ষতই রয়েছেন।