রবিবার সকালে ভয়াবহ বিস্ফোরণ হয় উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে। সেই ঘটনার তদন্তে এবার NIA দাবি করল রাজ্য বিজেপি। পাশাপাশি এই ঘটনার জন্য রাজ্য সরকারের বিরুদ্ধে আঙুল তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
রবিবার সকাল সাড়ে ১০টা নাগাদ বিস্ফোরণ হয় দত্তপুকুরে। ঘটনার জেরে এখনও পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে একটি বাড়ি পুরোপুরি ভেঙে যায়। এছাড়াও পাশের কয়েকটি বাড়িতে ফাটল দেখা দিয়েছে।
এলাকাবাসীদের অভিযোগ, খাদ্যমন্ত্রী রথীন ঘোষের নেতৃত্বে অবৈধ বাজি কারখানা চলত। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। তাদের পালটা অভিযোগ, ISF নেতার মদতে ওই এলাকায় অবৈধ বাজি কারবার চলত।
Read More- দত্তপুকুর নিয়ে আরও কড়া মুখ্যমন্ত্রী, তাঁর নির্দেশে ঘটনাস্থলে সিআইডি
বেআইনি বাজি কারখানা রুখতে কড়া নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের একাধিক জেলায় তল্লাশি চালিয়েছিল পুলিশ। উদ্ধার করেছিল প্রচুর অবৈধ বাজি। কিন্তু তারপরেও পরিস্থিতি একই রয়ে গেছে।