ব্যারাকপুরে গণনাকেন্দ্র থেকে বিজেপি প্রার্থীকে বের করে দেওয়ার অভিযোগ । জানা গিয়েছে, এদিন তৃণমূলের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বরুণ সুন্দর । সেইসময় তাঁকে জোর করে টেনে হিঁচড়ে গণনাকেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে, ব্যারাকপুরে ব্লক ১-এর ঘটনা ।
জানা গিয়েছে, বরুণ সুন্দর আমোদপুর গ্রাম পঞ্চায়েতের ৮ নম্বর ওয়ার্ডের প্রার্থী । তিনি গণনাকেন্দ্রে ঢুকতেই তৃণমূলের সঙ্গে বচসা শুরু হয় । তারপর তা হাতাহাতিতে পরিণত হয় বলে অভিযোগ । এরপর পুলিশ সেখানে এসে তাঁকে জোর করে গণনাকেন্দ্রের বাইরে বের করে দেয় ।
এদিকে, ঝাড়গ্রামে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের বুথেই জিতে গিয়েছে তৃণমূল কংগ্রেস । গোপীবল্লভপুরের কুলিয়ান গ্রামের ২৫ নম্বর বুথের তৃণমূল প্রার্থী শিবানী দেউলী জয়লাভ করেন । যদিও ওই বুথে কোনও বিজেপি প্রার্থী ছিল না। পরিবর্তে তৃণমূলের বিরুদ্ধে লড়ছিল নির্দল প্রার্থী ।