২১ জুলাইয়ের সভাস্থলেই অমিত শাহের সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। আদালতের তরফে জানানো হয়েছে, ২৯ নভেম্বরের ওই সভার জন্য পুলিশকেই ওই অনুমতি দিতে হবে। তবে পুলিশের কোনও শর্ত থাকলে পরবর্তী শুনানিতে সেবিষয়ে আদালতে জানাতে পারবে তারা।
ধর্মতলায় CESC বিল্ডিংয়ের সামনে সভা করতে চেয়ে আবেদন করেছিল বিজেপি। কিন্তু সেই অনুমোদন দেয়নি কলকাতা পুলিশ। এর পরেই BJP-র তরফে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়। সোমবার বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে মামলাটির শুনানি হয়। শুনানি শেষে বিচারপতি জানান, ওই জায়গাতেই সভা করতে পারবে বিজেপি।
সোমবার শুনানিতে বিচারপতি বলেন, "অনুমোদন বাতিলের দুটি চিঠি দিয়েছে পুলিশ। কিন্তু একটিতেও আপত্তির কারণ লেখা নেই।"