GTA Election 2022: ২৬ জুন পাহাড়ে জিটিএ ভোট, বিমলের কাছাকাছি আসার ইঙ্গিত বিজেপির

Updated : May 24, 2022 18:33
|
Editorji News Desk

দশ বছর পর অবশেষে জিটিএ নির্বাচন (GTA Election) হতে চলেছে পাহাড়ে। মঙ্গলবার দার্জিলিংয়ে সর্বদল বৈঠক শেষে ঘোষণা করা হল দিনক্ষণ। জানা গিয়েছে, আগামী ২৬ জুন জিটিএ নির্বাচন হবে। ফলপ্রকাশ হবে ২৯ তারিখ। আগামী ২৭ মে সরকারিভাবে বিজ্ঞপ্তি জারি হবে। নির্বাচনের দিন ঘোষণার দিনেই, পাহাড়ে নতুন সমীকরণেরও ইঙ্গিত মিলল। এদিন গোর্খা জনমুক্তি মোর্চা নেতা বিমল গুরুঙের প্রশংসা করে পাহাড় রাজনীতিতে ফের দু'দলের কাছাকাছি আসার ইঙ্গিত দিলেন দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু সিং বিস্তা। তাঁর অভিযোগ, জিটিএ নির্বাচন হাতে গোনা বাংলার কয়েকজন নেতা ও ঠিকাদারদের টেন্ডার প্রসেস। আইনের সাহায্য নিয়ে, রাস্তায় নেমে জিটিএ নির্বাচনের বিরুদ্ধে রুখে দাঁড়াবে বিজেপি। ভোট হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি সাংসদের। রাজুর এই ইঙ্গিতের মধ্যে, জিটিএ বৈঠক নিয়ে প্রশাসনের ডাকা সর্বদল বৈঠকে অবশ্য হাজির ছিলেন বিমল গুরুঙের প্রতিনিধি। 

দু'সপ্তাহ আগেই রাজ্যকে চিঠি দিয়ে জিটিএ নির্বাচন বাতিলের দাবি জানান বিমল গুরুং(Bimal Gurung)। তাঁর হুঁশিয়ারি ছিল, নির্বাচন বাতিল না হলে আমরণ অনশনে বসবেন। রাজনৈতিক মহলের দাবি, সুর নরম করেন বিমল। কারণ দু'দিন আগেই পাহাড়ে পঞ্চায়েত ভোট করাতেও রাজ্যের কাছে দাবি করেছেন মোর্চা নেতা। এদিনের সর্বদল বৈঠকের পর মোর্চা সচিব রোশন গিরির(Rosan Giri) বিবৃতি, জিটিএ ভোটে মোর্চা এককভাবে লড়বে কিনা, তা পরে জানানো হবে। তবে রাজনৈতিক মহলের দাবি, সরকারের ডাকা সর্বদলে প্রতিনিধি পাঠিয়ে বিমলরা ইঙ্গিত দিলেন পাহাড়ে জিটিএ ভোটে(GTA Election 2022) তাঁদের সায় আছে। 

আরও পড়ুন- BSF recovers gold from border: ভারত-বাংলাদেশ সীমান্তে বাজেয়াপ্ত সাড়ে ১১ কেজির বেশি সোনা, গ্রেফতার ২

এদিনের সর্বদল বৈঠকে আঠারোটি রাজনৈতিক দলের মধ্যে হাজির ছিল ষোলটি রাজনোইতিক দল। গরহাজির বিজেপি(BJP) এবং জিএনএলএফ(GNLF) জিটিএ নির্বাচনের বিপক্ষে। জিএনএলএফের মুখপাত্র নিরজ জিম্বা বলেন, ‘‘তৃণমূলের এবিসিডি দলগুলো অল পার্টি মিটিংয়ে অংশ নিয়েছে। আমরা নির্বাচনের বিপক্ষে। আদালতে বিচারধীন জিটিএ। সেই জিটিএ নিয়ে রাজ্য কীভাবে নির্বাচনের সিদ্ধান্ত নেয়! নির্বাচন হলে আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করব।’’

GNLFGTARaju BistaBimal GurungDarjeelingBJP

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর