মালদায় বিজেপি কর্মীর মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ। নালাগোলা ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ করেন বিজেপি কর্মী সমর্থকরা। পুলিশ ফাঁড়ি ভাঙচুর, পুলিশকে ঝাঁটা নিয়ে তাড়া করেন বিজেপি কর্মী সমর্থকরা। ঘটনায় এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে।
রবিবার সকালে নালাগোলা এলাকায় ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় বুরান মুর্মু নামে এক বিজেপি কর্মীর। তৃণমূলের মদতে এই খুন হয়েছে বলে অভিযোগ তোলে স্থানীয় বিজেপি। রবিবারই গভীর রাতে ছেলে বিপ্লব মুর্মু ও স্ত্রী শর্মিলাকে গ্রেফতার করে পুলিশ। বাকি অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে বিক্ষোভ করেন বিজেপি কর্মী সমর্থকরা।