পঞ্চমীর বিকেলে ঘোষণা হল রাজ্য সরকারের ‘বিশ্ববাংলা শারদ সম্মানে’র তালিকার। কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকার মোট ১০৪ টি পুজো কমিটিকে দেওয়া হচ্ছে। রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের তরফে আনুষ্ঠানিক ঘোষণা হল তার।।
সেরার সেরা পুজো তালিকায় চেতলা অগ্রণী, সুরুচি সংঘ, টালা প্রত্যয়, ত্রিধারা, কালিঘাট মিলন সংঘ, শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, একডালিয়া এভারগ্রিন-সহ ৩৭ টি ক্লাব।
মূলত সেরার সেরা ,সেরা মণ্ডপ, সেরা প্রতিমা, সেরা সাবেকি পুজো, সেরা পরিবেশবান্ধব, সেরা ভাবনা, বিশেষ পুরস্কার ও সেরা থিম সং এই ক্যাটেগরিগুলিতে বিশ্ব বাংলা শারদ সম্মান তুলে দেওয়া হয়েছে।
সেরা মণ্ডপ পাঁচটি পুজো কমিটিকে, সেরা প্রতিমা পাঁচটি পুজো কমিটিকে, সেরা সাবেকি পুজো দুটি, সেরা পরিবেশবান্ধব ১৩টি, সেরা ভাবনা ১৮ টি, বিশেষ পুরস্কার ২৩ টি ও সেরা থিম সং ১ টি পুজো কমিটিকে দেওয়া হয়েছে।